Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
“Bandarban City Macchi Canal Cleanliness Campaign” activity
Details

০৯ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ শুক্রবার জেলাপ্রশাসক জনাব শাহ্ মোজাহিদ উদ্দিন এঁর উদ্যোগ ও পরিকল্পনায় এবং সেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন ও বান্দরবান পৌরসভার সহযোগিতায় “বান্দরবান শহরের ম্যাকছি খাল পরিচ্ছন্নতা অভিযান” কার্যক্রম শুরু করা হয়। ম্যাকছি খালটি আবর্জনায় পরিপূর্ণ হয়ে যাওয়ায় বর্ষা মৌসুমে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি করে। পানি নিষ্কাশনের প্রধান ম্যাকছি খালটি ময়লা আবর্জনা পরিষ্কার করে পানির প্রবাহ সচল করা হয়েছে। এর ফলে জলাবদ্ধতা আগামীতে অনেকটাই নিরসন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উক্ত পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক (এসডিজি), প্রধানমন্ত্রীর কার্যালয়

বান্দরবান শহরের  জজকোর্ট এলাকা হতে শুরু হয়ে ইসলামপুর এলাকা পর্যন্ত বিস্তৃত দিনব্যাপী এ পরিচ্ছন্নতা অভিযানে  বান্দরবানসহ সারাদেশের ১৪টি জেলা হতে আগত বিডি ক্লিন সংগঠনের  প্রায় ৬০০ সদস্য অংশগ্রহণ করেন।

Attachments
Publish Date
09/02/2024
Archieve Date
29/02/2024